এক্সপ্লোর
Advertisement
ফিল্মস্টার: হার্ট অ্যাটাকে প্রয়াত ‘বধাই হো’-র 'দাদি' সুরেখা সিক্রি! শোকস্তব্ধ বলিউড
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০-তে তাঁর ব্রেন স্ট্রোকও হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর ব্রেন স্ট্রোকের পরেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের পরে শারীরিক সমস্যা আরও বাড়ে। এরপর আর অভিনয় করার মতো শারীরিক পরিস্থিতি ছিল না। জ়োয়া আখতারের ছবি ঘোস্ট 'স্টোরিজ'-এ শেষবার অভিনয় করেছিলেন সুরেখা সিক্রি। যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। ‘তমাস’, ‘মাম্মো’, ‘বধাই হো’-তে তাঁর অভিনয় ভোলার নয়। এই তিনটি ছবিতে অভিনয় করে সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। বলিউড সহ টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
১৯৪৫ সালের ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের জন্ম সুরেখার। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ১৯৭১ সালে পাশ করেন তিনি। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পান সুরেখা। বাবা ছিলেন বায়ুসেনা অফিসার। মা ছিলেন শিক্ষিকা। হেমন্ত রেগের সঙ্গে বিয়ে হয় হয় সুরেখার।
সমস্ত শো
ফিল্মস্টার
কেউ খেলবে রাজনীতির খেলা পাল্টানোর খেলা। কেউ আবার ভূতের মুখোমুখি হয়ে খুঁজবে ভবিষ্যৎ
দেব আর বরখার অনস্ক্রিন ম্যাজিক, খাদানের নতুন গান 'হায়রে বিয়ে'-র ছন্দে জমিয়ে দিয়েছেন দু'জনে
নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার কবে?
ডিসেম্বরে বিনোদনের ডঙ্কা। বক্স অফিসে এগিয়ে কোন ছবি? কোন ছবির মুক্তি নিয়ে আশঙ্কা?
মহারাষ্ট্রে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ফোটোশিকারিদের ভিড়
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement