ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৪.০৩.২৫) পর্ব ১: জখম ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের। ইন্দ্রানুজের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর
Ghanta Khanek Sange Suman: স্কুটার-তত্ত্বের পর এবার জখম ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের। "বারবার বললেও গাড়ির গতি কমানো হয়নি," হাসপাতালের বেডে শুয়ে বললেন ইন্দ্রানুজ। "গাড়ির ধাক্কাতেই থেঁতলে গেছে," বলছেন আহত ছাত্রের মা। ইন্দ্রানুজের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর। "মিথ্যা মামলা তুললে তবেই বুঝব অনুতপ্ত," বললেন বাবা। "আমার ওপর হামলাকারী বাম-অতিবামরাই শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে," দাবি বাবুল সুপ্রিয়র। "আগামী দিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে," হুংকার ABVP-র। 'ক্যাম্পাসে ওমপ্রকাশ মিশ্রকে ঢুকতে দেব না', হুঁশিয়ারি আন্দোলনকারীদের, উপাচার্যকে চিঠি অধ্যাপকের।
শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়ার ঘটনায়, এবার আঘাত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। তাদের প্রশ্ন, একটা বড় গাড়ি কারও শরীরের ওপর দিয়ে চলে গেলে, শুধু চোখে আঘাত কীভাবে লাগল! যদিও, ইন্দ্রানুজ এবং তাঁর মা দুজনেই জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কাতেই আঘাত লেগেছে।)
All Shows






























