Ghanta Khanek Sange Suman (০৬.১১.২৪) পর্ব ১ : রাজ্যের আবাস-প্রকল্পেও ভুরিভুরি দুর্নীতির অভিযোগ, ঘেরাও থানা, অব্যাহত বিক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: রাজ্যের আবাস-প্রকল্পেও ভুরিভুরি দুর্নীতির অভিযোগ। BDO থেকে সমীক্ষক দল, ক্ষোভের মুখে সবাই, ঘেরাও থানা, অব্যাহত বিক্ষোভ। ‘অভিষেকই আমার নেতা, ওই পরের মুখ্যমন্ত্রী', ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের। ‘অভিষেক দলের দায়িত্বে এলে কর্মীরা অনুপ্রাণিত হবে’, সওয়াল সৌগতরও। ‘ধান্দা আছে, দলকে ডিসটার্ব করছেন’, সাংসদকে পাল্টা আক্রমণে মদন। সুপ্রিম কোর্টে আজও হল না আর জি কর মামলার শুনানি, হতাশ আন্দোলনকারীরা। ফের মার্কিন মসনদে ট্রাম্প, লড়াই দিয়েও কুপোকাত কমলা। পুরনো বন্ধুত্ব নতুন করে শুরুর বার্তা মোদির, লাভ হবে ভারতের?
আরও খবর..
আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে
ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স।মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।