ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৪.০১.২৫) পর্ব ১ : বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা ! কীভাবে ছড়াচ্ছিল জঙ্গিদের নেটওয়ার্ক? অসম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট
Ghanta Khanek Sange Suman: বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আলিপুরদুয়ার থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প! কীভাবে ছড়াচ্ছিল জঙ্গিদের নেটওয়ার্ক? অসম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট । মুর্শিদাবাদের জেলে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের ষড়যন্ত্র এবার শিল্পী বয়কট নিয়ে তৃণমূলে চরমে সংঘাত । "আরজি করের সময় অভিষেক বিষয়টাতেই ছিলেন না, সামলেছি আমরা" কার্যত অভিষেকের বক্তব্য খারিজ করলেন কুণাল । "মমতার বিরুদ্ধে কুৎসাকারীদের না ডাকাই উচিত," কুণালের পাশে কল্যাণ, একসুর ব্রাত্যরও।
পশ্চিমবঙ্গ থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান। এসব নিয়েই দেখুন, অসম থেকে আমাদের প্রতিনিধি আবির দত্তর এক্সক্লুসিভ রিপোর্ট।