ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৯.৫.২৫) পর্ব ১: ভারতের ৩৬জায়গায় ৩০০-৪০০ড্রোন দিয়ে হামলার চেষ্টা। শূন্য়েই পরপর ধ্বংস শত্রুর মিসাইল
Ghanta Khanek Sange Suman: ভারতের ৩৬ জায়গায় ৩০০-৪০০ ড্রোন পাঠিয়ে হামলার ছক পাকিস্তানের। ভারতের প্রত্যাঘাত এড়াতে যাত্রীবাহী বিমানকে ঢাল করছে মরিয়া পাকিস্তান। শত্রুর হানাদারি ব্য়র্থ করে পাল্টা জোরালো আঘাত সেনাবাহিনীর। গুলি করে নামানো হল একের পর এক ড্রোন, শূন্য়েই পরপর ধ্বংস শত্রুর মিসাইল। এই আবহেও ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাক রেঞ্জার্সের। জম্মুতে ৭ জইশ জঙ্গিকে গুলি করে মারল BSF। কচ্ছ থেকে কাশ্মীর, পাক সীমান্তের ৫ ফ্রন্টিয়ারে এবিপি আনন্দ। সংঘাতের রেশ ক্রিকেটেও, আপাতত ১ সপ্তাহের জন্য় স্থগিত IPL।
৩৬টি জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু কোনওটাই সফল হয়নি। আকাশপথেই পাকিস্তানের প্রত্যেকটা অস্ত্রকে শেষ করে দিয়েছে ভারত। এই অবস্থায় মরিয়া হয়ে ভারতের নিরীহ মানুষকে টার্গেট করছে পাকিস্তানি সেনা। এখানেই শেষ নয়, এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। চরম সংঘাতের আবহে এবার জেনেবুঝে নিজের দেশের বিমানযাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। গতকাল যখন ড্রোণের লড়াই চলছে, তখন ইচ্ছাকৃতভাবে লাহোর থেকে করাচির মধ্য়ে যাত্রীবাহী বিমান চলাচল চালু রেখেছিল তারা। যাতে ভারতের প্রত্যাঘাত কোনওভাবে পাকিস্তানের অসামরিক বিমানে আঘাত করলে তখন বিশ্বের সামনে ভারতকে কাঠগড়ায় তোলা যায়। অর্থাৎ শুধু ভারতের নিরীহ নাগরিকদের টার্গেটই নয়, নিজের দেশের নাগরিকদের একপ্রকার টোপ হিসেবে ব্যবহার করেছে।
All Shows






























