ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৪.২৫) পর্ব ২: চাকরিহারাদের বিরুদ্ধেই মামলা ! আজ SSC-অভিযান। মুখ্যমন্ত্রীকে আদালত-অবমাননার নোটিস
GhantaKhanek Sange Suman: মানুষ গড়ার কারিগরদের আন্দোলনে মানুষের ঢল। শিক্ষককে পুলিশের লাথির প্রতিবাদে গর্জে উঠল মহানগরের মহামিছিল। লাথি-লাঠিতেই শেষ নয়, এবার চাকরিহারাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পুলিশের। "DI অফিসে গেল কেন?" চারদিকে ধিক্কারের মধ্যেও প্রশ্ন তৃণমূলের। লাথিরও আমরা-ওরা! যাদবপুরে ওমপ্রকাশের ঘটনা টেনে শিক্ষকদের বিরুদ্ধেই কবিতা লিখলেন সুবোধ সরকার। জোরাল হচ্ছে OMR-এর মিরর ইমেজ প্রকাশের দাবি, কাল SSC-অভিযান চাকরিহারাদের। নেতাজি ইন্ডোরে সুপ্রিম কোর্ট নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আদালত-অবমাননার নোটিস।
একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই, আর অন্যদিকে পুলিশের লাঠি, লাথি মারার প্রতিবাদ। বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা।
এরই মধ্যে একজন চাকরিহারা শিক্ষক শুরু করলেন অনশন। আপাতত তিনি একাই অনশনে সামিল হলেও, একে একে অনশনে সামিল হবেন তাঁর সতীর্থরাও। ওএমআর শিটের মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। যে কোনও রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা।
All Shows






























