ঘণ্টাখানেক সঙ্গে সুমন(৩১.১০.২৫)পর্ব ১: পানিহাটি, ইলামবাজারের পর এবার টিটাগড়ে SIR-আবহে আত্মহত্যা, মৃত্যু ঘিরে তোলপাড়
GhantaKhanek Sange Suman: পানিহাটি, বীরভূমের পর টিটাগড়, ফের চাঞ্চল্যকর অভিযোগ । 'সাপে কাটা, বাজ পড়া -- সব মৃত্যুকেই হাতিয়ার করবে তৃণমূল,' বলছে বিজেপি । পানিহাটিতে বাড়ছে রহস্য, ঘটনাস্থলে ফরেন্সিক দল 'SIR-আবহে বাংলাদেশে চলে যাচ্ছেন গৃহসহায়িকারা' । চাঞ্চল্যকর দাবি বিরাটির একাধিক বাসিন্দার । 'এক মিনিটও ফাঁকা ছাড়বেন না' । BLO-দের 'ম্যান-মার্কিং' করতে ভার্চুয়াল সভায় নেতা-কর্মীদের নির্দেশ অভিষেকের । রাজ্যে SIR-এর জল গড়াল হাইকোর্টে, দায়ের হচ্ছে মামলা
এক মিনিটের জন্য়ও ফাঁকা ছাড়া যাবে না। ভার্চুয়াল বৈঠক করে দলের নেতা-কর্মীদের এভাবেই BLO-দের 'ম্য়ান মার্কিং' করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। সূত্রের খবর, SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কার্যত 'ম্যান মার্কিং'-এর নির্দেশ দিলেন তিনি! সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। জানতাম, SIR-এর কৌশলটা বিজেপি নেবে। BLO-দের উপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় ও তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্য়ায় ফেলা।






























