ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৯.২৫)পর্ব ২: "টাকা নিয়েও মুখ খুলছেন না জেলার নেতারা",ক্ষমা চেয়ে কান ধরে ওঠবোস TMC কাউন্সিলরের
Ghanta Khanek Sange Suman : রাস্তা থেকে বিধানসভা, সেনার সঙ্গে সরাসরি সংঘাতে সরকার। 'CP-গাড়ির সামনে বিপজ্জনক ড্রাইভিং,' ট্রাকচালক সেনাকর্মীর বিরুদ্ধে FIR পুলিশের। "মেয়ো রোডে সেনার ভূমিকা দেখে ৭১-এ পাক সেনার কথা মনে পড়ছে," বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী। "সেনার অপমান," বলে প্রতিবাদ শুভেন্দুর, গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড। "টাকা নিয়েও মুখ খুলছেন না জেলার নেতারা" । ক্ষমা চেয়ে কান ধরে ওঠবোস তৃণমূল কাউন্সিলরের। " নিয়োগ দুর্নীতির অঙ্ক চার থেকে পাঁচ হাজার কোটির," এবিপি আনন্দে বিস্ফোরক বাগ কমিটির আইনজীবী। "দাগিদের পরীক্ষায় বসার আবেদন সটান খারিজ করল কলকাতা হাইকোর্ট। কংগ্রেসের মঞ্চ থেকে গালিগালাজ, অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী।
আরও খবর...
SSC ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পর সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন তমলুক পুুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। সেই ভিডিও পোস্ট করলেন ফেসবুকে। তিনি বলেছেন "তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে, কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে। কিন্তু তারা দেখা যাচ্ছে, নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। শুভেন্দু অধিকারী যে চুরি করেছে, তাদের (তৃণমূল নেতৃত্ব) ডক্যুমেন্টসও আছে।কিন্তু তারা দেখাবেন না এবং শুভেন্দুবাবুর সঙ্গে যোগসাজশ এখনও থাকার জন্য।" আইনজীবী হিসেবে নিজেই তো আদালতে যেতে পারতেন, বিজেপির রাহুল সিন্হা কটাক্ষ করে বলেছেন, "যারা চোর তাদের তো গায়ে লাগছে না, কিন্তু যারা ভদ্র, যারা সাধু, যারা সৎ তাদের তো গায়ে লাগছে। যারা সৎ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছে ক্ষমা চাইছে। এটা পূর্ব মেদিনীপুরে সূত্রপাত।"






























