Ghanta Khanek Sange Suman (১৯.০৮.২০২৪) পর্ব ১: RGকর কণ্ডের প্রতিবাদে ময়দানে ডাক্তার-আইনজীবী-শিল্পীরা।আদালতে গেলেন সুখেন্দু
Ghantakhanek Sange Suman: কাল ময়দানের ৩ প্রধানের প্রতিবাদ, আজ ময়দানে ডাক্তার-আইনজীবী-শিল্পীরা। তলবের পর দুই চিকিৎসককে নিয়ে লালবাজারে পৌঁছল ডাক্তারবাবুদের বিরাট মিছিল। তৃণমূলের রাজ্যসভার সাংসদকেই একদিনে দু'বার তলব লালবাজারে। নিজের দলের সরকারই গ্রেফতার করতে পারে, আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দুশেখর। এই আন্দোলন দেখে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে পড়ছে তৃণমূল বিধায়ক মদনের। ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন মৃতার মা। প্রতিবাদে ঘুচল ব্যবধান, রাতপথে ৩ প্রধানের গর্জনে তৈরি হল নতুন ইতিহাস।
কলকাতা পুলিশের তলবের পর লালবাজারে গিয়ে হাজিরা দিলেন চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে,তাঁদের মাঝ রাস্তায় তৈরি করা পুলিশের ব্যারিকেড পর্যন্ত পৌঁছে দিলেন চিকিৎসকরা। প্রায় ১ ঘণ্টা পর বেরিয়ে, চিকিৎসকদের তলব নিয়ে লালবাজারের গেটে দাঁড়িয়েই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল সুবর্ণ গোস্বামীর গলায়। বক্তব্যের ছত্রে ছত্রে কলকাতা পুলিশের উদ্দেশে এই তলবের প্রয়োজনীয়তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন কুণাল সরকার।