GhantaKhanek Sange Suman(১৬.০৫.২৫) পর্ব ১ : রাত পেরিয়ে দিন, শাসক-পুলিশের মার খেয়েও মাটি আঁকড়ে চাকরিহারারা
GhantaKhanek Sange Suman: রাত পেরিয়ে দিন, শাসক-পুলিশের মার খেয়েও মাটি আঁকড়ে চাকরিহারারা। ফাটল মাথা, ভাঙল পা, গুরুতর আঘাত চোখেও, তাও পুলিশ বলছে 'ন্যূনতম বলপ্রয়োগ'। হেলমেট দিয়ে মার থেকে লাথি-ঘুষি। সব্যসাচী-সঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা পুলিশের। DA-মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্য সরকারের । '৩ মাসের মধ্যে দিতেই হবে বকেয়া DA-র ২৫%'। রাজ্যের আপ্রাণ আপত্তি উড়িয়ে সাফ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বকেয়া DA-র ২৫% পাবেন লক্ষলক্ষ চাকরিজীবী থেকে পেনশনভোগী
আরও খবর...
ভারতে প্রবেশ করেছে বর্ষা। আন্দামান নিকোবর হয়ে কেরলের উপর দিয়ে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে বর্ষার প্রভাব। এখন যেভাবে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, তাতে এই সপ্তাহে বুধবার (১৪ মে) ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সংবাদমাধ্যমে বহু চর্চিত শক্তি-সাইক্লোনের আগাম বার্তাকে মান্যতা দিচ্ছে না আবহাওয়া দফতর। মৌসম ভবনের আবহবিদদের মনে, এখনই কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল এই সাইক্লোনের নাম হবে ‘শক্তি’। তবে আইএমডি-র আবহাওয়ার বুলেটিনে সাইক্লোন‘শক্তির’ উল্লেখ নেই। মৌসম ভবনের মতে, মে-মাসে সাইক্লোনের ইতিহাস থাকলেও, এখনই কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই।






























