ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৬.৯.২৪): RG কর হাসপাতালে আর্থিক দুর্নীতি, রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে ED
Ghantakhanek Sange Suman: আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে এবার ED-র স্ক্যানারে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা, সল্টলেক, হাওড়া, হুগলি থেকে ক্যানিং, একযোগে দশ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। তিনি সিবিআইয়ের জালে, চলছে ম্য়ারাথন জেরা। এরমধ্য়েই ক্য়ানিংয়ে খোঁজ মিলল সন্দীপ ঘোষের আলিশান বাংলোর! ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামের এই বাংলোর
নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। প্রায় দু'বিঘা জমির ওপর এই বাংলোয়, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, মাঝে মাঝেই সপরিবারে আসতেন বলে জানিয়েছেন কেয়ার টেকার। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে নিয়ে আজ ওই বাংলোয় তল্লাশি চালায় ED। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে সিবিআই। এবার
তাঁর সহযোগী প্রসূন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ED. দেহ উদ্ধারের পর, সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতেও দেখা গিয়েছিল, এই প্রসূনকে। এই প্রসূন ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের হাজিরা খাতায় সই করলেও নাকি ডিউটি করেন আর জি করে!