Ghantakhanek Sange Suman Part 1: এবিপি আনন্দে প্রথম মুখ খুলেই বিস্ফোরক প্রত্যক্ষদর্শী ইন্টার্ন।
'এখুনি যাও হাসপাতালে, চাপ দাও পুলিশকে, ফোনে বলেছিলেন সন্দীপ ঘোষ', এবিপি আনন্দে প্রথম মুখ খুলেই বিস্ফোরক প্রত্যক্ষদর্শী ইন্টার্ন। 'বেশি কাজ করত বলে অনেকেই অভিযোগ করেছিল দিদির নামে', খুন হওয়া চিকিৎসককে নিয়ে চাঞ্চল্যকর দাবি 'নর্থ বেঙ্গল লবি'-র ইন্টার্নের। কারও হাতে প্রতীকী 'মগজ', কারও হাতে ঝাঁটা। সরকারের ওপর চাপ বাড়িয়ে ডাক্তারদের স্বাস্থ্যভবন সাফাই অভিযান। সন্দীপকে হেফাজতেই চাইল না CBI, আদালত চত্বরে চাঁটির পর জুটল চটি। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার ডাকের পাল্টা উৎসবেও রাত দখলের ডাক।
আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। তাঁর দাবি, ওই তরুণী চিকিৎসক বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই অভিযোগ করেছিল। এর আগে এক ব্য়ক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিলেন বলেও দাবি করেছেন তিনি। কিনতু, তার প্রেক্ষিতে কী ব্য়বস্থা নেওয়া হয়েছিল? জানেন না কেউ।