GhantaKhanek Sange Suman(০১.০৯.২৫) পর্ব ২: তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে বিতর্ক তুঙ্গে, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: SSC-র দাগিদের তালিকা বেরোতেই খুলে গেল প্যান্ডোরার বাক্স। বিধায়কের মেয়ে-বউমা থেকে প্রাক্তন মন্ত্রীর মেয়ে। দাগিদের তালিকার পরতে-পরতে তৃণমূল যোগ। "সংখ্যাটা ১৮০০ নয়, দাগি অন্তত ৬ হাজার," দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে বিকাশ ভট্টাচার্যের। "চাকরি করুক বা না করুক, একজন দাগিও যেন পরীক্ষায় না বসে," হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের।মেয়ো রোডে তৃণমূলের ভাষা-আন্দোলনের মঞ্চ খুলল সেনা, তুঙ্গে সংঘাত। "আমাকে দেখেই ২০০ জওয়ান পালিয়েছে, সেনার অপব্যবহার করছে বিজেপি," আক্রমণ মুখ্যমন্ত্রীর। "বারবার বলা হলেও খোলা হয়নি মঞ্চ, তাই পুলিশকে জানিয়েই পদক্ষেপ," বিবৃতি সেনাবাহিনীর।
আরও খবর...
মেয়ো রোডে তুলকালাম! তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা! যা নিয়ে তৈরি হল নাটকীয় পরিস্থিতি! সেখানে পৌঁছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করলেন, প্রায় ২০০-র মতো সেনা, তাঁকে দেখে ছুটে পালাচ্ছিল। অন্য়দিকে, শুভেনদু অধিকারী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার আপনার সাহস এক নতুন মাত্রায় নেমে এসেছে।' তৃণমূলের এই মঞ্চ বাঁধা হয়েছিল ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের জন্য়। আজ দুপুর আড়াইটে নাগাদ প্রচুর সংখ্য়ায় সেনা এসে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলতে শুরু করে। ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্য়ায়। সেনাকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরমধ্যেই আরও সেনাবাহিনী এসে হাজির হয় প্রতিবাদ মঞ্চের কাছে। প্রবল তৎপরতায় চলতে থাকে মঞ্চ খোলার কাজ। ৩টে ৪০ নাগাদ সেখানে পৌঁছে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি অভিযোগ করেন, বিজেপির কথায় সেনা এই কাজ করেছে। তিনি বলেন, "সেনাবাহিনী নয়, পিছনে ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে এবং তাঁদের সরকার আছে।" সেই সঙ্গে মুখ্য়মন্ত্রী প্রশ্ন তোলেন, পুলিশকে কিংবা তাঁকে না জানিয়ে কেন এই মঞ্চ খোলা হল? অন্য়দিকে, সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'কর্মসূচির জন্য ২ দিনের অনুমতি ছিল। প্রায় এক মাস মঞ্চ রেখে দেওয়া হয়। একাধিকবার মঞ্চ সরানোর কথা বলা হয় আয়োজকদের। তা সরানো হয়নি। এরপর কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সেনা মঞ্চ সরাচ্ছে।






























