ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.০৪.২০২৫) পর্ব ১: SSC ভবনের সামনে তুলকালাম।আন্দোলনে গ্রুপ C ,গ্রুপ D-রাও
Ghantakhanek Sange Suman: যোগ্যদের তালিকা প্রকাশের আগে SSC ভবনের সামনে তুলকালাম। তালিকা প্রকাশে বিলম্ব, ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। 'কেন যোগ্য শিক্ষাকর্মীদের কথা ভুলে গেল সরকার?' এবার আন্দোলনে গ্রুপ সি, গ্রুপ ডি-রাও। 'অযোগ্যদের থেকে বেতন ফেরত নিতে কী পদক্ষেপ সরকারের?' রাজ্যের কাছে সরাসরি জানতে চাইল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে ৩২ হাজারের ভবিষ্যৎ কী? ২৮ তারিখ থেকে ডিভিশন বেঞ্চে লাগাতার শুনানি। মালদা-মুর্শিদাবাদ থেকে ফিরেই কাঁধে ব্যথা রাজ্যপালের, হাসপাতালে দেখা করলেন মুখ্যমন্ত্রী। 'পলিটিক্যাল অ্যাসাইনমেন্টের চাপে অসুস্থ হয়ে পড়েছেন,' বললেন কুণাল ঘোষ। সামশেরগঞ্জে বাবা-ছেলের বাড়িতে সুকান্ত মজুমদার, বললেন, 'আসা উচিত মুখ্যমন্ত্রীর'। বহিরাগত নয়, সামশেরগঞ্জে বাবা-ছেলেকে মেরেছে প্রতিবেশীরাই, খুনিদের বাড়ি ২০০ মিটারের মধ্যে।
SSC কি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে? আজ দিনভর সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের। কিন্তু দেখা গেল, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও, যোগ্য়-অযোগ্য়র পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল না। প্রতিবাদে SSC ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তাঁরা। চাকরিহারাদের একাংশ দাবি করলেন, কাউন্সেলিংয়ের অজুহাত দেখিয়ে যোগ্যদেরও অযোগ্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। যদিও SSC-র তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে আজই রাজ্য় সরকারের ওপর চাপ বাড়িয়ে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক কর্মীরাও। যোগ্য়-অযোগ্য় নির্বিশেষে সুপ্রিম কোর্টের রায়ে যাঁদের সবার চাকরি ইতিমধ্য়েই ছেদ হয়ে গেছে! অন্যদিকে ২৬ হাজার চাকরি বাতিল ও মুর্শিদাবাদের দাঙ্গা ইস্যুতে কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ দেখাল ABVP ও বিজেপি। লালবাতি জ্বলে যাবে। তখন এরা দেখবেন জেলে আছে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এই ভাষায় আক্রমণ করলেন বিজেপির অর্জুন সিং। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
All Shows






























