Ghantakhanek Sange Suman (০৩.১০.২০২৪) পর্ব ২: বাঁশদ্রোণীকাণ্ডে এখনও দেখা নেই তৃণমূল কাউন্সিলরের! রাতভর থানায় বসে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
Ghantakhanek Sange Suman: চলবে লাগাতার কর্মবিরতি, নাকি কাজের সঙ্গেই প্রতিবাদ? সিদ্ধান্ত নিতে আর জি করে বৈঠকে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা । ৫৫ দিন পার, আর জি করকাণ্ডে এখনও অধরা বিচার । পুজোতে বাড়ির সামনেই অবস্থানে বসছেন নিহত ডাক্তারের মা-বাবা । 'তিলোত্তমার মৃত্যুতে পুজোর আনন্দ বাদ', ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়কের । ২৪ ঘণ্টা পার, বাঁশদ্রোণীকাণ্ডে এখনও দেখা নেই তৃণমূল কাউন্সিলরের! । 'ভোটের সময় সবাই আসে, এখন কেউ নেই পাশে', ক্ষোভ মৃতের পরিবারের । ছাত্রমৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের, ওয়ার্ডজুড়ে শুরু রাস্তা মেরামতি । রাতভর থানায় বসে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
সন্তান হারানোর শোক, যেন শরীর থেকে সবটুকু শক্তি কেড়ে নিয়েছে। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে জীবনে। তবে শুধু একটা পরিবার নয়। পনেরো বছরের কিশোরের মৃত্য়ু এলাকাবাসীর মনেও তৈরি করেছে প্রবল ক্ষোভ। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েও, সুরাহা না পাওয়ার সেই রাগই বুধবার আছড়ে পড়ে পুলিশের ওপর।