BJP's Protest Rally: বিজেপির পুরসভা অভিযানে গরহাজির শুভেন্দু-সৌমিত্র
বিধানসভা ভোটে পরাজয়ের পর বিজেপির (BJP) প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে কলকাতা পুরসভা অভিযান। আর তাতেই অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনের অভিযানের অন্যতম উদ্যোক্তা ছিল বিজেপির যুব মোর্চা। অথচ গরহাজির মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁও। আর তা নিয়েই রাজনৈতিক (Political Controversy) মহলে নানা গুঞ্জন, জল্পনা।
শনিবার হেস্টিংসের অফিসের দলীয় বিধায়কদের কর্মশালাতে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে একসঙ্গে দেখা যায়নি। প্রথমার্ধ্বে ছিলেন দিলীপ ঘোষ। তিনি বেরিয়ে যাওয়ার পর সেখানে আসেন শুভেন্দু অধিকারী। গত মাসে যখন রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ তখন দিল্লিতে অমিত শাহ (Amit Shah), জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন শুভেন্দু। তখনও বিস্তর জলঘোলা হয়েছিল।
বিজেপির কলকাতা পুরসভা অভিযানের সময় প্রায় ২০০ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের (Medinipur) ভগবানপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। আর পুর অভিযানে অনুপস্থিত বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan) ছিলেন নিজের সংসদীয় কেন্দ্র বিষ্ণুপুরে (Bishnupur)।