Hoy Ma Noy Bouma : মনের জানালা খুলে একান্ত আড্ডায় অলিভিয়া
কথায় বলে জলে চুন তাজা, তেলে চুল তাজা। কিন্তু প্রশ্ন হল শুধু তেলেই কি কখনও চুলের সম্পূর্ণ পরিচর্যা সম্ভব? একেবারেই নয়। আমরা গাঁটের কড়ি খরচা করে তাহলে হেয়ার স্পায়ের পিছনে ছুটি কেন বলুন ? চুলের প্রসঙ্গ যখন উঠলই, তাহলে চলুন আজ একজন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট এবং হেয়ার এক্সটেনশন এক্সপার্টের মুখোমুখি হওয়া যাক। তিনি পারুল গুলাটি। অভিনেত্রীর প্যাশান টার্নড প্রোফেশন হেয়ার স্টাইলিং। স্টুডিওতে কাজ করেন একাধিক সহযোগী। নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কতটা পরিশ্রম করলেন পারুল, কীভাবে দাঁড় করালেন নিজের স্টুডিও দেখাব আপনাদের।
চেনা ফ্লোর, চেনা পরিবেশ, সকাল থেকে সন্ধে-রাতের সেই চেনা সমীকরণে ফেরা। মাঝে শুধু কেটে গিয়েছে চার-চারটে বছর। তবে নিজের পারফরম্যান্স নিয়ে তাঁর মনে কোনও সংশয় নেই। কার কথা বলছি বলুন তো? অলিভিয়া সরকার। আপনারা তো তাঁকে দেখছেনই, ধারাবাহিক রাঙাবৌ-তে। সিরিয়ালের দুনিয়া থেকে দূরে এই চারটে বছর কেমন কাটালেন তিনি? সিরিয়ালে নতুন চরিত্রকে কীভাবে আপন করলেন? টেলি-দুনিয়ার সফরে তাঁর সবচেয়ে পছন্দের চরিত্রই বা কোনটি? মনের জানালা খুলে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন অলিভিয়া।
All Shows






























