Hoy Ma Noy Bouma: অফস্ক্রিনের আড্ডায় ডায়মন্ড-হৃদান, সেরা তারকাদের থেকে, তারা কোন গুণগুলো চান? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গল্পে থাকছে ট্যুইস্ট, উত্তেজনা টান টান। অনস্ক্রিনে সেই কথাই বলছে, ডায়মন্ড আর হৃদান। এদিকে অফস্ক্রিনের আড্ডায় তর্কে যুযুধান! সেরা তারকাদের থেকে, তারা কোন গুণগুলো চান?
আরও খবর..
দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ।বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর
এবার ক্যানিংয়ে আবাস-বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ গ্রামবাসীদের। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।