Jukti Takko: '১৪ বছরে একটাও গণ আন্দোলনে এরাজ্যে গুলি চলেছে?' মন্তব্য সমীর চক্রবর্তীর
ABP Ananda Live: 'ভারতবর্ষে আর কিছু না থাকুক গণতন্ত্র আছে। ভারতে ৮-৯ ঘণ্টর নির্বাচনে সরকার বদল হয়ে যায়। এটা নেপালেও নেই, বাংলাদেশেও নেই, শ্রীলঙ্কায়ও নেই। কীসের সঙ্গে কীসের তুলনা হচ্ছে? নেপাল, বাংলাদেশের ঘটনা জুড়লে ভারতের সঙ্গে মিল পাবেন? সুপ্রিম কোর্ট, সংসদে আগুন লাগিয়ে দেওয়া হবে! ১৪ বছরে একটাও গণ আন্দোলনে এরাজ্যে গুলি চলেছে? নেপাল, বাংলাদেশের মিলিত জনসংখ্য আমাদের ২টো রাজ্যেই। জয় শাহের পকেট ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট। ভারতে ৮-৯ ঘণ্টর নির্বাচনে সরকার বদল হয়ে যায়'। বললেন সমীর চক্রবর্তী।
: দুর্নীতি আর স্বজনপোষণ, মাত্রা যদি ছাড়ায়, নেপাল দেখাল, জনতা ক্ষেপলে কীভাবে শাসক তাড়ায়!বক্তা—অর্জুন সিং, সমীর চক্রবর্তী, শান্তা দত্ত দে, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, তিলোত্তমা মজুমদার, বোলান গঙ্গোপাধ্যায়।
All Shows






























