কোভিড হাসপাতালের কাছাকাছি থাকা খাওয়ার ব্যবস্থা চিকিৎসকদের, করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
কোভিড হাসপাতাল সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের। জেলায় চিকিৎসা পরিষেবা উন্নত করতে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের যৌথভাবে কাজ করার নির্দেশ। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড হাসপাতালের চিকিৎসকদের একমাসের ডিউটি রোস্টার তৈরি করে, তা সিএমওএইচ ও সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে দিয়ে সই করাতে হবে। পাশাপাশি, এই একমাস চিকিৎসকদের কোভিড হাসপাতালের কাছাকাছি থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোভিড হাসপাতালে প্রস্তুত রাখতে হবে র্যাপিড রেসপন্স টিম। এই দলে থাকবেন মেডিসিন ও অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় উল্লেখ, সন্দেহভাজন রোগীদের দ্রুত অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে। করোনা রোগীকে স্থানান্তরের প্রয়োজন হলে স্থিতিশীল অবস্থায় এনে তারপর রেফার করতে হবে, কোভিড হাসপাতাল সংক্রান্ত নতুন নির্দেশিকায় উল্লেখ স্বাস্থ্য দফতরের।