Najare 9 : অনুব্রতর স্ত্রীর চিকিৎসা চলাকালীন হাসপাতালে ৬৬ লক্ষ টাকা জমা, সিবিআই-রাডারে ব্যবসায়ী
কাল অনুব্রতকে আদালতে পেশ। তার আগে অনুব্রত-মামলায় বিচারককে হুমকি চিঠি। ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে। ‘আসানসোলের বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠি। বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।
কাল ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে আজ তাঁর মেডিক্যাল টেস্ট হয়। অনুব্রতকে নিয়ে যাওয়া হল কম্যান্ড হাসপাতালে।
অনুব্রতর স্ত্রীর চিকিৎসা চলাকালীন হাসপাতালে ৬৬ লক্ষ টাকা জমা। সিবিআই-রাডারে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী। কেন হাসপাতালে ওই টাকা দিয়েছিলেন চালকল মালিক রাজীব ভট্টাচার্য? রাজীবকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)