Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা
ABP Ananda Live: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা, সোনার গয়না লুঠ করা হয় বলে অভিযোগ। বড়তলা থানা থেকে ১ কিলোমিটারের মধ্য়েই এই বাড়ি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চালানো হয় লুঠপাট। বাড়িতে একাই থাকেন, বছর ৬৫-র, মধুমিতা মিত্র। ২ মেয়ে বেঙ্গালুরুতে থাকেন, বাড়িতে লোক বলতে, সর্বক্ষণের জন্য় একজন পরিচারিকা আর, এক কেয়ারটেকার।
হাওড়ার জুট মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
সহকর্মীদের মজাই কাল হল, হাওড়ার জুট মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ! মাধ্যমিক পরীক্ষার্থী হারাল তাঁর বাবাকে। অভিযোগ, মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়ার ফলে মৃত্যু হয়েছে হাওড়ার বাউরিয়া জুট মিল শ্রমিকের ! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


















