নজরে ৯ চটজলদি: চুঁচুড়ায় গিয়ে কারখানা খোলার আশ্বাস মমতার, সঙ্গে অন্য খবর
এবার তৃণমূলের (TMC) হয়ে প্রচারে নামলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হয়ে রোড শো করেন তিনি। মমতার সঙ্গে প্রচারেও থাকবেন জয়া বচ্চন বলে সূত্রের খবর। আজ জয়া বচ্চন সাংবাদিক বৈঠকে বলেন, "স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। মমতার লড়াইকে সম্মান করি। মমতা মুখ্যমন্ত্রী হলে আরও উন্নতি হবে। বাংলার গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মমতা। এখানে অভিনয় করতে আসিনি।" কটাক্ষ বিজেপির।
চুঁচুড়ায় গিয়ে কারখানা খোলার আশ্বাস মমতার। ভোটের আগে শুধুই রাজনীতি। কটাক্ষ শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya)।
সারদাকাণ্ড নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) আক্রমণ করেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
এই নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, "বাবুল সুপ্রিয় ও আমার নাম দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন উনি। হিম্মত থাকলে প্রমাণ দিন। কোর্টে গিয়ে মামলা করুন আমার নামে। বাংলার মানুষ জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্য়ে।"
সোশ্যাল মিডিয়ার কটূক্তির অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ শুভেন্দু (Suvendu Adhikari)। অনিন্দ্য চৌধুরী নামে এক ব্যক্তি কটুক্তি করতেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে মন্তব্য়গুলি সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে কমিশন। এডিজি আইন-শৃঙ্খলাকে নির্দেশ নির্বাচন কমিশনের।
'বিজেপি ক্ষমতায় আসার পর দেশদ্রোহীদের এনকাউন্টার করা হবে।' গতকাল এই মন্তব্য করেন বীরভূমের জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেস কমিশনে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করেছে কমিশন। ধ্রুব সাহাকে শো-কজ করল কমিশন।