Sare Sattai Saradin: পানাগড়ে মর্মান্তিক পরিণতি চন্দননগরের তরুণীর, পুলিশের ভূমিকায় প্রশ্ন
ABP Ananda Live: জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব, ধাওয়া করে গাড়ির ধাক্কা, তরুণীর মৃত্যু! রাত ১২.৩০: NH19-এ ২০ কিমি রাস্তা গাড়ি ধাওয়া, প্রাণ গেল তরুণীর! জাতীয় সড়কে ২০ কিমি রাস্তা ধাওয়া, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? পানাগড়ে গাড়ির ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু! 'চন্দননগর থেকে গয়া যাওয়ার সময় তরুণীর গাড়িকে ধাওয়া করে কটূক্তি। বুদবুদ পেট্রোল পাম্প থেকে জাতীয় সড়কে ধাওয়া করে দুষ্কৃতী তাণ্ডব'। মধ্যরাতে জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব, এখনও গ্রেফতারি শূন্য!
সোনার বিস্কুটের পর্দাফাঁস
চারটি সোনার বিস্কুট পায়ের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে পাচারের উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ী ব্যাটেলিয়ান মোড়ে। সেখানেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতের নাম শ্রবণ কুমার, সে বিহারের দারভাঙ্গার বাসিন্দা।
All Shows






























