Bangladesh News: আরও তীব্র ছাত্র বিক্ষোভ, বাড়ছে মৃত্যু, জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি।
Bangladesh Student Protest: সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তপ্ত বাংলাদেশ। পুলিশ-ছাত্র সংঘর্ষ, গুলি। মৃতের সংখ্যা বেড়ে ৫০। আজ-কাল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল। ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, একাধিক জায়গায় ছাত্র-পুলিশ সংঘর্ষ। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু। ২ দিনে সঙ্কটজনক ৪ প্রসূতি, এক প্রসূতির মৃত্যু । ঘটনায় তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দফতরের। কারা করেছিলেন অপারেশন? কোনও সমস্যা হয়েছিল কি না, খতিয়ে দেখবে কমিটি। যে সব ওষুধ ও সরঞ্জাম ব্যবহার হয়েছিল, সেগুলি পরীক্ষা করা হবে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যাবে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল । চিকিৎসায় গাফিলতির অভিযোগ অসুস্থ ও মৃত প্রসূতির পরিজনরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস CMOH-এর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির OMR তদন্তে এবার তৎপর ইডি। সিবিআইয়ের পর এবার তৎপর ইডি। মুম্বইয়ের OMR মূল্য়ায়নকারী সংস্থার ডিরেক্টরকে তলব। এস বসু রায় কোম্পানির এক কর্মীকেও তলব ইডির। OMR দুর্নীতির তদন্তে পরপর ৪দিন তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চালিয়ে ২টি সার্ভার ও ৩৬টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে CBI। এবার OMR দুর্নীতির তদন্তে তৎপর ইডি।