Bangladesh News : বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার, ভারতে আশ্রয় চায় হিন্দু পরিবার
ABP Ananda LIVE: বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার, ভারতে আশ্রয় চায় হিন্দু পরিবার । সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা হিন্দু পরিবারের । 'জেল হলে ভারতেই থাকব, মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' । 'মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' আশ্রয় চেয়ে কাতর আবেদন । বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে ভারতে আশ্রয়ের আবেদন । প্রাণে বাঁচতে বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে ত্রিপুরার আমবাসায় 'আশ্রয়' । রাতভর জঙ্গলে লুকিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মরিয়া চেষ্টা । ত্রিপুরার আমবাসা স্টেশন থেকে ১০জনকে থানায় নিয়ে এল পুলিশ
বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের