এক্সপ্লোর
GST: কাল থেকে আরও দামি প্যাকেটবন্দি আটা-পনির-দই, নয়া সিদ্ধান্ত
কাল থেকে আরও দামি প্যাকেটবন্দি আটা, পনির, দই। প্যাকেটবন্দি আটা, পনির, দইয়ের উপর দিতে হবে ৫ শতাংশ জিএসটি। হাসপাতালের পাশে ঘর ভাড়া নিলেও গুনতে হবে বেশি মাশুল। ৫ হাজার টাকার বেশি ভাড়ার ঘরেও দিতে হবে ৫ শতাংশ জিএসটি। সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর ।
আরও দেখুন






















