IMA Meeting Chaos: আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় ৩ চিকিৎসককে বের করা হল IMA-র বৈঠক থেকে
IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার। আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় ৩ চিকিৎসকে বের করে দেওয়া হল বৈঠক থেকে। বৈঠক থেকে বের করে দেওয়া হল তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানাকে। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সুশান্ত রায়ের সঙ্গে আর জি করে গিয়েছিলেন তাপস চক্রবর্তী। সেমিনার রুমে ঢুকে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। বৈঠক থেকে বের করে দেওয়া হয় কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক জয়া মজুমদারকে। বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়ঙ্কা রানাকেও বের করে দেওয়া হয় বৈঠক থেকে। ৩ চিকিৎসকে ঘিরে ধরে বিক্ষোভ, গালিগালাজের অভিযোগ। বৈঠকে ছিলেন IMA-র রাজ্য শাখার সেক্রেটারি সস্ত্রীক শান্তনু সেন।
নবান্ন অভিযানের দিন জখম পুলিশ অফিসারের বাড়িতে গেলেন। পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ২৭ অগাস্ট, নবান্ন অভিযানের দিন ইটের ঘায়ে বাঁ চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। এদিন হাওড়ার বাউড়িয়ায় পুলিশ অফিসারের বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া ও কলকাতা পুলিশের DC পদমর্যাদার এক অফিসার।