এক্সপ্লোর
Shyambazar Body Recover: শ্যামবাজারে রাস্তায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। ABP Ananda Live
West Bengal News:শ্যামবাজারে (Shyambazar) রাস্তায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার (Body Recover)। মৃত ব্যক্তির মাথার পিছনে ক্ষতচিহ্ন। শ্যামবাজার এভি স্কুলের কাছে ট্রাফিক পুলিশের কিয়স্কের পাশে দেহ উদ্ধার। মৃত ব্যক্তি এলাকায় রাঁধুনি হিসেবে কাজ করতেন, দাবি স্থানীয় সূত্রে। কীভাবে মৃত্যু, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রহস্যমৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা দুটি পাথর। তদন্তে এলাকায় পৌঁছেছে লালবাজারের (lalbazar) গোয়েন্দা বিভাগ। ABP Ananda Live
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















