(Source: ECI/ABP News/ABP Majha)
Abhijit Ganguly: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রথম দেশে স্পিকার নির্বাচন হতে চলেছে। বিজেপি নেতৃত্বাধীন NDA জোট এবারও ওম বিড়লাকে প্রার্থী করেছে। I.N.D.I.A জোটের তরফে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের কে সুরেশকে, যিনি আট বারের সাংসদ। ১৯৪৬ সাল থেকে এই প্রথম দেশে স্পিকার নির্বাচন হতে চলেছে। এতদিন এক ব্যক্তিকে সমর্থন করতেন সব পক্ষই। স্পিকার নির্বাচন ঘিরে যে টানাপোড়েন তৈরি হতে চলেছে, তা টের পাওয়া যাচ্ছিল গত কয়েক দিন ধরেই। স্পিকার পদে তাদের প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে এক এক করে বিরোধীদের দ্বারস্থ হচ্ছিলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। পাল্টা বিরোধীদের তরফে ডেপুটি স্পিকার পদের দাবি জানানো হয়, যা নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি বিজেপি-র তরফে। ২০১৪ সালের আগে পর্যন্ত সংসদীয় রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদেরই প্রাপ্য ছিল। কিন্তু ২০১৪ শরিক AIADMK-র এম তাম্বিকে ডেপুটি স্পিকার নিযুক্ত করে বিজেপি। ২০১৯ সালে পদটি ফাঁকা রাখা হয়েছিল। এবার চাপ বাড়াতে শুরু করে বিরোধীরা।