Abhishek Banerjee: রাহুলের পরে লোকসভায় শপথ নিলেন অভিষেক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিজেপির পরে এবার বিরোধীরা। রাহুলের পরে লোকসভায় শপথ নিলেন অভিষেক। তৃণমূলের সুদীপদের সঙ্গে শপথ নিলেন বিজেপির অভিজিৎরাও।
দার্জিলিং ও কালিম্পঙে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। মঙ্গলবার জানানো হয়, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাদুটিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলা তিনটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাঁচটি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।