Acropolis Mall Fire: অ্যাক্রোপলিস মলে সিঁড়িতে রাবিশের বস্তা-লোহার রড,পালাতে গিয়ে বাধার মুখে কর্মীরা
ABP Ananda Live: সিঁড়িতে রাখা রাবিশের বস্তা, লোহার রড। অ্যাক্রোপলিস মলে আগুন লাগার সময়, পালাতে গিয়ে এইভাবেই বাধার মুখে পড়লেন বহুতলের কর্মীরা। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষা।
কলকাতার বুকে অভিজাত এলাকায় ২১ তলার ইমারত...শপিং মল থেকে রেস্তোরাঁ...অফিস...কী নেই....প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা।কিন্তু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল।
প্রশ্ন তুলে দিল এই ছবিগুলি... কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই। কিন্তু, সেখানেও পদে পদে বাধা...সিড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ...শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ...যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই।
আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন এবং একটি ল্যাডার। শপিং মলের ডানদিক থেকে ল্যাডারটি ঢোকানো হয়...কিন্তু, সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় এগোতে পারছিল না ল্যাডারটি...যে কারণে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায়নি এই ল্য়াডার। শেষমেশ ঠেলে গাড়ি সরানোর পর, কাজ শুরু করে ল্যাডার।