Kanchanjunga Train Accident: দীর্ঘ প্রতীক্ষার পর আতঙ্কিত যাত্রীদের নিয়ে শিয়ালদায় পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
ABP Ananda LIVE: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিয়ালদায় পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত ৩.১৫ মিনিটে ১৩ নম্বর প্ল্যাটফর্মে আতঙ্কিত যাত্রীদের নিয়ে ঢুকল দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। রেলের আধিকারীরা ছাড়াও স্টেশনে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রাত থেকেই শিয়ালদা স্টেশনে প্রস্তুত রাখা হয়েছিল একাধিক বাস। রেলের তরফে যাত্রীদের জন্য জলের বোতল এবং খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের ঘটনায় তদন্তের নির্দেশ দিল রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমা গর্গের তত্ত্বাবধানে এই তদন্ত হবে। আগামীকাল অর্থাৎ ১৯ জুন থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। এনজেপি স্টেশনের এডিআরএম-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে।