Amit Malaviya: কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে : অমিত মালব্য
ABP Ananda LIVE: 'কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে' । সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর । 'গেরুয়া কেবল একটি রঙ নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে,পোস্ট মালব্যর । 'স্বামী বিবেকানন্দর জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা' । 'সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা' । এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? পোস্ট শুভেন্দুর । পাল্টা ঘরের দিকে তাকাতে বিজেপিকে বার্তা দেবাংশু ভট্টাচার্যর । এমন মানুষ পছন্দ, যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়া পছন্দ করেন, পাল্টা পোস্ট তৃণমূলের আইটি সেলের ইনচার্জের
আরও খবর...
বুধবার কসবার ডিআই অফিস অভিযানে যান চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীরা। তাঁরা ব্যরিকেড পেরিয়ে অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিহারাদের ওপর বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ। একজন চাকরিহারাকে লাথি মারতে দেখা যায় কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। বুধবারের ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করে কসবার ডিআই। চাকরিহারাদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা করা হয় এরমধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। ডিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন এক চাকরিপ্রার্থীকে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাস।

















