BJP News : কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ
ABP Ananda Live: কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, দাবি বিজেপির। কে বা কারা সেই সমস্ত পোস্টার ও ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, অভিযোগ বিজেপির। কালীঘাট থানায় ই-মেল মারফত অভিযোগও জানানো হয়েছে, দাবি বিজেপির। পরবর্তীতে ফের বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগিয়ে আসা হয় ওই স্থানেই। পাল্টা গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।
আরও পড়ুন..
কলকাতায় জল জমা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতায় জল জমা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর । 'ফরাক্কা, বিহারের জল গঙ্গায় ঢুকছে, ফরাক্কায় ড্রেজিং হয় না'। 'গঙ্গা ড্রেজিং হয় না, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের'। 'যদি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি কীভাবে চালাতে হয়'।



















