Anubrata Mondal : বারবার পুলিশকে শাসিয়ে ছাড়। আইসিকে কদর্যভাষায় হুমকি দিয়ে অবশেষে বিপাকে কেষ্ট
ABP Ananda LIVE: বারবার পুলিশকে শাসিয়ে ছাড়। পরিবার টেনে আইসিকে কদর্যভাষায় হুমকি দিয়ে অবশেষে বিপাকে কেষ্ট I বোলপুরের আইসিকে অশালীন ভাষায় হুমকি, অনুব্রতর বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা। পার্টি অফিসে হাজিরার নোটিস দিয়ে এল পুলিশ। তীব্র সমালোচনার মুখে ৩৮ মিনিটেই ঝুঁকলেন কেষ্ট। দলের কাছে দায়সারা ক্ষমা চেয়েও মুখে সেই চক্রান্তের তত্ত্ব। কদর্য-ভাষণে তোলপাড়। ক্ষমা চাইতে দলের নির্দেশের পরেই নিরাপত্তা কমল কেষ্টর। ২৪ ঘণ্টায় গ্রেফতারি চায় বিজেপি। সিউড়িতে এসপি অফিসে বিক্ষোভ। ভাইরাল অডিও বিতর্কে দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল। ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে শোকজের হুঁশিয়ারি। ডেডলাইন শেষের আগে দায়সারা দুঃখপ্রকাশ কেষ্টর। হকের চাকরি ফেরত চেয়ে ফের শিক্ষকরা রক্তাক্ত! ধর্মতলা-শিয়ালদা থেকে সল্টলেক--টেনে হিঁচড়ে শতাধিক গ্রেফতার। নতুন করে পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবিতে শিক্ষক-বিক্ষোভে তুলকালাম। ধাওয়া করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। মেট্রো থেকে বাসস্ট্যান্ড, শিক্ষকদের কণ্ঠরোধে মরিয়া পুলিশ। রেহাই পেলেন না নিত্যযাত্রীরাও।


















