(Source: ECI/ABP News/ABP Majha)
Jayanta Singh: মা-ছেলেকে মারধরের ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ। ডানলপ ISI-এর কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ
চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ২। জেসিবি, আমিরুলের পর এবার গ্রেফতার আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম। ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ২ জনকে গ্রেফতার, দাবি পুলিশ সূত্রের। ধৃতরা চোপড়ার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা
অ্যাপোলো হাসপাতালে ভর্তি মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুকুল রায়।
অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত । মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের। আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী। উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত। জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ। টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত।
ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও। টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশের।