Assam News: ধুবড়িতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য ঘিরে তোলপাড় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি? 'সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকেই বোঝা যাবে বিদেশির সংখ্যা' । ধুবড়িতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য ঘিরে তোলপাড় । 'বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়' । বাংলায় কথা বললেই বিদেশি? বিজেপিকে পাল্টা প্রশ্ন তৃণমূলের
আরও খবর....
ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। বিস্ফোরক দাবি ধৃত তৃণমূল নেতার স্ত্রীর। 'ঘটনার দিন সওকত ও রাজ্জাকের সঙ্গেই ছিল মোফাজ্জল মোল্লা'। 'মোফাজ্জলকে মিটিং-মিছিলে নিয়ে যেতেন সওকত'। 'মোফাজ্জলকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা বলছেন তৃণমূল বিধায়ক'। 'মোফাজ্জল তৃণমূল নেতা, ২৩-এর পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল', বিস্ফোরক দাবি ধৃত তৃণমূল নেতার স্ত্রীর।
IIM জোকায় ধর্ষণের অভিযোগ, CC ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। রাস্তায় লাগানো CC ক্যামেরার তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে: সূত্র। ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, জানতে চায় পুলিশ। মনোবিদকে কে নিয়ে গেছিলেন, জানার চেষ্টা পুলিশের। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ, সেই রুম সিল। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। জোকার IIM ক্যাম্পাসে 'ধর্ষণ', তদন্তে সিট গঠন পুলিশের। ৯ সদস্যের সিট গঠন রাজ্য পুলিশের। অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে: সূত্র। IIM জোকায় কাউন্সেলিং করতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ। বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার IIM জোকার পড়ুয়া।


















