Ayan Seal : নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত অয়নের
আদালতে অয়ন শীল সম্পর্কে ফের বিস্ফোরক দাবি ইডি-র। রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট বিভাগের আধিকারিকের মেয়ের সঙ্গে পার্টনারশিপ অয়নের ছেলের। রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট বিভাগের আধিকারিক বিভাস গঙ্গোপাধ্যায়। বিভাস গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইমনের সঙ্গে অয়নের ছেলের ব্যবসার পার্টনারশিপের ফর্ম উদ্ধার। হুগলির একটি পেট্রোল পাম্পেও অভিষেক শীলের পার্টনার ছিলেন ইমন গঙ্গোপাধ্যায়। এই পার্টনারশিপের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা নয়ছয়ের তথ্য মিলেছে বলে দাবি ইডি-র। বিভাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি ইডি-র। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে বলে দাবি ইডি-র। আজ আদালতে দাবি করেন ইডি-র আইনজীবী।

















