Student Death: বরানগর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের! কেন? Bangla News
বরানগরে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশেষভাবে সক্ষমদের হাসপাতালের হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। হাসপাতালে চিকিত্সার পরিকাঠামোর অভাব ও অ্যাম্বুল্যান্স পরিষেবা না মেলার অভিযোগে হাসপাতালের গেট আটকে রাস্তায় বসে বিক্ষোভ পড়ুয়াদের। বরানগর থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। আজ সকালে বিশেষভাবে সক্ষমদের হাসপাতালের হস্টেল থেকে অক্যুপেশনাল থেরাপির দ্বিতীয় বর্ষের পড়ুয়া, বিহারের বাসিন্দা প্রিয়রঞ্জন সিং-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। দরজা ভেঙে উদ্ধারের পর ওই পড়ুয়া কথাও বলেন বলে সহপাঠীদের দাবি। অভিযোগ, বাইকে করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই ছাত্রের। পড়ুয়াদের অভিযোগ অস্বীকার করে ওই ছাত্রকে যথা সময়ে হাসপাতালে পাঠানো হয়েছিল বলে দাবি প্রতিষ্ঠানের ডিরেক্টর পি পি মোহান্তির।



















