Ramnavami Rally: বারাসাতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল
ABP Ananda LIVE: রামভক্ত হিসেবে আমরা রাস্তায় আছি: অর্জুন সিং । রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। বিজেপি-VHP-র একের পর এক মিছিল। সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। রাস্তায় তৃণমূলও। নামলেন কুণাল-শতাব্দী।
আরও খবর..,
গত কয়েক বছরের তুলনায়, এবার আরও বড় করে রামনবমী পালনের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। এদিন সকালেই রাজ্যবাসীকা রামনবমীর বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাম নবমীর পবিত্র তিথিতে সবাইকে শুভেচ্ছা। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ জানাই। শান্তিপূর্ণ উপায়ে রাম নবমীর উৎসব পালন করুন, তার সাফল্য কামনা করি', পোস্ট মুখ্যমন্ত্রীর।
প্রতিযোগিতা শুরু হয়েছে রামনবমী উদযাপনেও। রবিবাসরীয় সকালে একদিকে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। টেক্কা দিতে তৃণমূল নেতারাও পৌঁছে গেলেন রাম মন্দির , হনুমান মন্দিরে। পুজো দিলেন, প্রসাদ খেলেন, বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন। এদিকে রামনবমী পালন নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।






















