Barasat News Update: বারাসাতকাণ্ডে মূল অভিযুক্ত বান্টি বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৭ জনকে গ্রেফতার
ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ জানাতে গিয়ে নির্যাতিতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিককে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।ঘটনায় মূল অভিযুক্ত বান্টি বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ জানাতে মহিলা থানায় গিয়েছিলেন অভিযোগকারী নৃত্যশিল্পী। তাঁর অভিযোগ, থানা অভিযোগ নিতে চায়নি। বিষয়টি এবিপি আনন্দের মাধ্যমে জানতে পারেন বারাসাত পুলিশ জেলার সুপার। তারপরই সক্রিয় হয় পুলিশ। তড়িঘড়ি মামলা রুজু হয়। গ্রেফতার করা হয় FIR-এ নাম থাকা অভিযুক্তদের।

















