Baruipur News: বারুইপুরে বিরোধীদের বাড়িতে জলের সংযোগ না দেওয়ার অভিযোগ
ABP Ananda LIVE : পানীয় জল নিয়েও আমরা-ওরা ? বেছে বেছে বারুইপুরে বিরোধীদের বাড়িতে সংযোগ না দেওয়ার অভিযোগ। ভিত্তিহীন, জলের অধিকার সবার, পাল্টা বিমান।
প্রহর গোনা শুরু, সুনীতাদের 'ঘরে ফেরার' চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল NASA
ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে। কবে, পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা ? এনিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে। এরমধ্যেই এল আরও সুখবর। একদিন আগেই পৃথিবীতে ফিরতে পারেন সুনীতারা। একটু আগেই এই খবর এসেছে নাসার তরফে।
এর আগে খবর ছিল, সুনীতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে। মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভাল থাকবে, তাই ওই সময়কেই টার্গেট করছে নাসা। সুনীতা, বুচ উইলমোর ছাড়াও ক্রু নাইনে চেপে পৃথিবীতে ফিরবেন আরও ২ নভশ্চর।


















