Post Poll Violence: বসিরহাটের চায়ের দোকানে গুলিবিদ্ধ TMC কর্মী, তৃণমূল বিধায়ক বললেন 'বিরোধীরাই..'
Basirhat Post Poll Violence TMC Worker Attacked: বসিরহাটে চায়ের দোকানে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলাকারীরা বোমাভর্তি ব্যাগ সঙ্গে এনেছিল বলে অভিযোগ। গতকাল রাত ৮টা নাগাদ বসিরহাটের পিফাবাজারে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলকাপ মালি। অভিযোগ, ৭-৮ জনের দুষ্কৃতীদল তাঁকে গুলি করে বোমাভর্তি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। বছর পঁয়ত্রিশের তৃণমূল কর্মীর পিঠে গুলি লাগে। তাঁকে RG কর হাসপাতালে নিয়ে আসেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় (TMC MLA Saptarshi Banerjee)। রাতে অস্ত্রোপচার করে গুলি বার করা হয়। তৃণমূল বিধায়কের দাবি, লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কী কারণে হামলা, খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।ABP Ananda Live


















