Beleghata Fire: বেলেঘাটায় বন্ধ কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বেলেঘাটায় বন্ধ কারখানায় আগুন । রবারের গ্লাভস তৈরি হত এই কারখানায় । ঋণ মেটাতে না পারায় এই কারখানা আগেই অধিগ্রহণ করেছে ব্যাঙ্ক । ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় দেখা যায় আতঙ্ক । দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় খানিকক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে
আরও খবর..
দুর্যোগ কাটলেও দুর্ভোগ, 'জলবন্দি' পশ্চিম মেদিনীপুরের মুগবসান। অবশেষে চাপের মুখে এলাকায় গেলেন বিডিও। এবিপি আনন্দ-র খবর সম্প্রচারের পর চাপের মুখে এলাকায় বিডিও। মুড়ি, ত্রিপল বিলি করলেন কেশপুরের বিডিও।
ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, তৃণমূল সরকারে নিশানা সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে একটি মর্মান্তিক ঘটনা, যা এড়ানো যেত। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক প্রাণ হারালেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা সত্ত্বেও তাঁর প্রশাসন ব্যর্থ। মেয়র ফিরহাদ হাকিম তথা তৃণমূলের দুর্নীতি আর কত দিন সহ্য করতে হবে মানুষকে? অপশাসনের খেসারত এ ভাবেই দিতে হচ্ছে, পোস্ট সুকান্তর।