(Source: ECI/ABP News/ABP Majha)
Belgharia Lynching: মা ও ছেলেকে 'বেধড়ক মার', 'পুলিশি তৎপরতার অভাব',আড়িয়াদহকাণ্ডে প্রতিক্রিয়া তিলোত্তমার
Belgharia Lynching: আড়িয়াদহকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন তিলোত্তমা মজুমদার। বললেন, এটা একটা প্রবণতা লক্ষ করাই যাচ্ছে, আইনের শাসন আর মানছে না । এটা একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি যে, আইনকে পরোয়া না করা। এবং এটার মূল কারণ হচ্ছে যে পুলিশি তৎপরতার অভাব। প্রকাশ্যে মারধর, মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ। অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। রবিবার আড়িয়াদহে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কলেজ পড়ুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয়। তার জেরে রবিবার দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিংহ। বাড়ির সামনে লাঠি, রড দিয়ে পেটানো হয় ওই তরুণকে। ছেলেকে বাঁচাতে গেলে মা-কেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, ধৃত ৬। তারকেশ্বরের এই ঘটনার সঙ্গেই মিলে যাচ্ছে জামবনির ঘটনাও। সেখানেও চোর সন্দেহে ২৩ বছরের Sk যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে খবর, ২২ শে জুন বন্ধুর সঙ্গে স্কুটার নিয়ে জামবনিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় সৌরভ। ওইদিনই দুপুরে জামবনি থানা থেকে গণপিটুনির খবর দেওয়া হয় বাড়িতে। বলা হয়, রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চুরির অভিযোগে সৌরভ সাউকে মারধর করা হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, স্কুটার চুরির তত্ত্ব ধোপে না টেকাতেই কি পরে রোলারের যন্ত্রাংশ চুরির অভিযোগ করা হয়? স্রেফ সন্দেহের বশে মারধরের জেরেই কি চলে গেল যুবকের প্রাণ? ABP Ananda LIVE