Bengal District News : এক ঝলকে জেলার বড় খবর
লটারির রহস্যভেদে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে প্রায় এক ঘন্টা ২০ মিনিট জেরা সিবিআই-এর। গতকাল একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র পাওয়া গেছে। কে কিনেছিল টিকিট জানতে জেরা। খবর সিবিআই সূত্রে।
তিন দফায় অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদেও সঠিক তথ্য মিলছে না। ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত তথ্যে প্রশ্নের উত্তরে বলছেন তিনি জানেন না, তাঁর বাবা বলতে পারবেন। এবার তাই অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় ইডি। দু-একদিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হবে । খবর ইডি সূত্রে।
হেফাজতে কেষ্টর জেরা ?
যে হারে DA দেওয়া তার থেকে বেশি হারে দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। ঘটতে পারে আর্থিক বিপর্যয়। রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়, কার্যত মেনে নিয়ে হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানাল যে বর্ধিত হারে ডিএ দিতে তারা অপারগ।
অপারগতা জানাল রাজ্য
বাকি রাজ্যগুলো কী করে DA দিচ্ছে? কেন্দ্র কী করে দিচ্ছে? DA মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।