এক্সপ্লোর
Birbhum: সিউড়ির অবিনাশপুরে রাতভর হাতির তাণ্ডব, সকালে ঘুমপাড়ানি গুলিতে কাবু দাঁতাল।Bangla News
বীরভূমের দুবরাজপুর থেকে তাড়া করে বর্ধমানে পাঠানোর সময় সিউড়ির অবিনাশপুরে রাতভর হাতির তাণ্ডব। দাঁতালকে বাগে আনতে হিমশিম খান বন কর্মীরা। হাতির আক্রমণে ২ জন বন কর্মী আহত হন। বন দফতরের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আজ সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিকে কাবু করে শান্তিনিকেতনের বন দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর দাঁতালটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন



















