এক্সপ্লোর
Birsa Munda: মূর্তি বিতর্ক ফিরল বাঁকুড়ায়, বিরসা মুন্ডা ভেবে শিকারিকে মাল্যদান বিজেপি বিধায়কের। Bangla News
এক বছর আগের মূর্তি বিতর্ক ফিরল বাঁকুড়ার (Bankura) পুয়াবাগানে। গত বছর অমিত শাহ (Amit Shah) যে মূর্তিতে ফুল দিয়েছিলেন, গতকাল সেই মূর্তিতেই বিরসা মুন্ডা (Birsa Munda) স্মরণে মাল্যদান করেন বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক। 'বিরসা মুন্ডা নয়, শিকারির মূর্তিতে মালা দিয়ে আরও একবার আদিবাসী সমাজকে অসম্মান করল বিজেপি (BJP)'। ফের সুর চড়িয়েছে তৃণমূল (TMC)।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন



















