CM Mamata Banerjee: হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি বিধায়কের। ABP Ananda Live
BJP News: 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়'। 'হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে'। 'হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'। 'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে'। 'একজন হকার একটিই জায়গা পাবেন'। 'পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না'। 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই' ।'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'। 'বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক'। 'বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না'। 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'। 'নেতা-পুলিশ লোভ সংবরন করুন'।'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'। 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'। 'রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক'। 'কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই'। 'নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন'। 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে'। 'আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে''বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি বিধায়কের। ABP Ananda Live